Padma Shri খেতাবের পর এবার কী রাজনীতিতে পা কার্তিক মহারাজের? খোদ খোলসা করলেন ভারত সেবাশ্রমের অধ্যক্ষ
পদ্মশ্রী (Padma Shri) খেতাব পাওয়ার পর রাজনীতিতে আসার ইঙ্গিত দিলেন বেলডাঙাড় ভারত সেবাশ্রম মঠের অধ্যক্ষ প্রদীপ্তানন্দ মহারাজ (Swami Pradiptananda)। ‘এখনকার রাজনীতি তো নোংরা রাজনীতি হয়ে গিয়েছে’ । ‘ভারতের রাজনীতির যা অবস্থা তাতে সন্যাসিদের রাজনীতিতে আসার সময় হয়েছে’ যদিও কোনও দলের নাম প্রকাশ করেননি কার্তিক মহারাজ। দেখুন আর কী বললেন প্রদীপ্তানন্দ মহারাজ।