
Patna News : SIR-এর বিরুদ্ধে উত্তাল পাটনা! ছাত্রদের লক্ষ্য করে জলকামান
Patna News : পাটনায় ভোটার তালিকায় SIR প্রক্রিয়ার বিরুদ্ধে বিক্ষোভে নামল কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই। বিধানসভা অভিযানে পুলিশের ব্যারিকেড ও জলকামান ব্যবহার। প্রতিবাদের আঁচ ছড়াল রাজপথ থেকে বিধানসভা চত্বরে। উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি।