
Rahul Sinha: ‘মমতাকে জয় শ্রী রাম বলিয়ে গঙ্গাসাগরে পাঠিয়ে দেব!’ বিস্ফোরক বার্তা রাহুলের
Rahul Sinha: হালিশহরে বিজেপির পরিবর্তন যাত্রা জনসভা হয়েছিল মঙ্গলবার। উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা (Rahul Sinha) সহ অর্জুন সিং। মঞ্চে দাঁড়িয়ে মমতার (Mamata Banerjee) সরকারকে তীব্র আক্রমণ রাহুলের। ‘২০২৬-এ বিজেপি না এলে একটার পর একটা মসজিদ হবে’ । ‘মমতাকে জয় শ্রী রাম বলিয়ে সোজা গঙ্গাসাগরে পাঠিয়ে দেব’ ।