
'পরীক্ষা আমরা দেব না, চাকরি ফিরিয়ে দাও' গর্জন চাকরিহারাদের
SSC Protest Nabanna Abhijan : চাকরিহারাদের নবান্ন অভিযানে তুমুল উত্তেজনা! 'যোগ্য' শিক্ষকদের নবান্ন অভিযান। 'যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ'র নবান্ন অভিযান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার দাবি। মল্লিক ফটকের কাছে চাকরিহারাদের মিছিল আটকে দিল পুলিশ।