
Samik Bhattacharya: ‘চোখে চোখে কথা বল মুখে কিছু বল না!’ গান গেয়ে কাদের খোঁচা দিলেন শমীক?
Samik Bhattacharya: বিজেপির (BJP) বিশেষ কর্মসূচী কলকাতার ICCR-এ। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলকে সরাসরি আক্রমণ করেন শমীক। ‘বাংলার মানুষ এবার ডবল ইঞ্জিন সরকার চায়’ । ‘বিজেপি থাকতে কেউ হিন্দুদের মাথার চুলে হাত দিতে পারবে না’ ।