Nadia News: দোলের দিন এইরকম হল! তিন যাত্রীঠাসা টোটোকে ছিটকে দিল এক স্করপিও, আতঙ্ক গোটা এলাকায়
Nadia Latest News Today: নদিয়ার (Nadia) চাপড়ায় (Chapra) তিন যাত্রীঠাসা টোটোর সঙ্গে সংঘর্ষ হয় এক স্করপিওর। গুরুতর আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে কয়েকজনকে বাঁচানো যায় না। আহতদের মধ্যে দু’জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়দের অভিযোগ, স্করপিওর চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল। ঘটনার তদন্ত পুলিশ ইতিমধ্যেই শুরু করেছে।
Read More