
Shubhangshu Sukla: দেশে ফিরলেন শুভাংশু শুক্লা, দিল্লী এয়ারপোর্টে স্বাগত মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার
subhanshu shukla return: মহাকাশ ছুঁয়ে দেশে ফিরলেন ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। তাঁকে দিল্লী এয়ারপোর্টে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। শুভাংশু-সহ ৪ মহাকাশচারী ২৫ জুন নাসার অ্যাক্সিওম ফোর মিশনে রওনা দিয়ে ১৮ দিন মহাকাশ স্টেশনে কাটিয়ে ১৫ জুলাই পৃথিবীতে ফেরেন।