
SSC Exam : আর একটু হলে পরীক্ষাটাই দিতে পারতেন না! বারুইপুর কলেজে একি কাণ্ড!
SSC Exam Baruipur : বারুইপুর কলেজে এসএসসি পরীক্ষা দিতে এসে এক মহিলা পরীক্ষার্থী হেনস্থার শিকার হন। অভিযোগ, তাঁকে বলা হয় তাঁর অ্যাডমিট কার্ড ভুল রয়েছে, ফলে পরীক্ষা দিতে পারবেন না। পরীক্ষার্থী কারণ জানতে চাইলে এক অধ্যাপক কড়া ভাষায় জানান, পরীক্ষা ‘ক্যানসেল’ এবং কেন্দ্রে ঢোকা যাবে না। এমনকি সংবাদমাধ্যমের প্রতিও ক্ষোভ প্রকাশ করেন তিনি। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েন পরীক্ষার্থী। অভিযোগ তোলেন, তাঁকে যদি বেরিয়ে যেতে হত তবে কেন এতক্ষণ হেনস্থা করা হল। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কলেজের প্রিন্সিপাল হস্তক্ষেপ করেন। বিষয়টি খতিয়ে দেখে পরীক্ষার্থীকে আশ্বস্ত করেন এবং শেষ পর্যন্ত তাঁকে পরীক্ষায় বসতে দেওয়া হয়।