
Suvendu Adhikari: ‘সবে তো ট্রেলার দেখিয়েছি এরপর সিনেমা দেখাব!’ নাগরাকাটায় দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর
Suvendu Adhikari: নাগরাকাটায় ধিক্কার মিছিলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঞ্চে দাঁড়িয়ে মমতাকে ব্যাপক আক্রমণ বিরোধী দলনেতার। ‘২৬-এ বদল হলেই সুদে-আসলে বদলা হবে’ । ‘কালীপুজোর পরই বামনডাঙ্গা অভিযান হবে’ । ‘সবে তো ট্রেলার দেখিয়েছি এরপর সিনেমা দেখাব’ ।