
ব্রিজের ওপর ঝুলছে ট্যাঙ্কার! বিরাট বিপর্যয় ভদোদরায়
Bridge Collapse Vadodara : ভাঙা ব্রিজের ওপর ঝুলছে ট্যাঙ্কার! সাতসকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ব্রিজ! গুজরাটের ভদোদরায় ভেঙে পড়ল গম্ভীরা ব্রিজ। ভয়ংকর ও মর্মান্তিক ঘটনা ভদোদরায়। মহিসাগর নদীতে ভেঙে পড়ল ব্রিজের একাংশ। এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকার্য।