
Barasat News: Suvendu Adhikari-র সভাস্থলে BJP পতাকার উপর তৃণমূলের পতাকা! উত্তাল বারাসাত
Barasat News: ৬ই অগাস্ট শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কন্যা সুরক্ষা যাত্রা হবে বারাসাতে। সেই নিয়ে উত্তপ্ত গোটা বারাসাত (Barasat)। সভাস্থলে বিজেপির (BJP) পতাকার উপর তৃণমূলের পতাকা লাগানোর অভিযোগ। ক্যামেরা দেখেই তড়িঘড়ি সেই পতাকা খুলে ফেলেন তৃণমূল কর্মীরা। দুই দলের মধ্যে মারধরের অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হাজির বারাসাত থানার পুলিশ।