
Hooghly News: চুঁচুড়ার রাস্তায় তৃণমূলের ভাষা দিবসের মিছিল! নেতৃত্বে বিধায়ক অসিত মজুমদার
Hooghly News: চুঁচুড়ায় (Chinsurah) তৃণমূলের (TMC) ভাষা দিবসের মিছিল। এই মিছিল নেতৃত্ব দেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার (Asit Mazumdar)। চুঁচুড়ার খাদিনামোর থেকে এই মিছিল শুরু হয়। রবীন্দ্রনগর, ব্যান্ডেল হয়ে দেবানন্দপুর হলুদপুল ব্রীজ পর্যন্ত যায় মিছিল।