
West Bengal Elections 2026: ২৬-এর আগে বড়সড় ভাঙন শাসক দলে! নদিয়ার বহু TMC কর্মী যোগ দিলেন BJP-তে
West Bengal Elections 2026: ২৬-এর ভোটের আগে বড়সড় ভাঙন শাসক দলে। নদিয়ার (Nadia) হবিবপুর (Habibpur) গ্রাম পঞ্চায়েতের সিপিএমের প্রাক্তন উপ-প্রধান আজ বিজেপিতে যোগ দিলেন। তাঁর সঙ্গে সিপিএম, কংগ্রেস ও তৃণমূলের বহু কর্মী-সমর্থকরাও বিজেপিতে যোগ দেন।