
'এই মুখ্যমন্ত্রীর আমলে একটা মেয়েও সুরক্ষিত নয়, মমতাকে প্রাক্তন করুন'
Suvendu Adhikari Kharagpur : খড়গপুরে কন্যা সুরক্ষা যাত্রায় শুভেন্দু অধিকারী। মঞ্চ থেকে বিস্ফোরক মন্তব্য বিরোধী দলনেতার। 'এই মুখ্যমন্ত্রীর আমলে একটা মেয়েও সুরক্ষিত নয়'। '২৬-এর ভোটে এই মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করতে হবে'।