তীর্থক্ষেত্রেও বেজে গেল ঢাকের বাদ্যি, মোদীর কেন্দ্রে এইবার দুর্গা চন্দ্রযানে, দেখুন ভিডিও

সারা দেশ এখন উৎসবের আনন্দে মজে রয়েছে। প্রাচীন শহর বারাণসীও পিছিয়ে নেই দুর্গা পুজোর আনন্দ থেকে। এবার এখানকার এক পুজো মণ্ডপ থিম করেছে চন্দ্রাযন-২ কে। মণ্ডপটির উচ্চতা প্রায় ১০০ ফুট, তৈরি করতে সময় লেগেছ প্রায় দুমাস। মণ্ডপে ঢুকলে মনে হবে আপনি যেন পৌঁছে গিয়েছেন মহাকাশে।  

Share this Video

সারা দেশ এখন উৎসবের আনন্দে মজে রয়েছে। প্রাচীন শহর বারাণসীও পিছিয়ে নেই দুর্গা পুজোর আনন্দ থেকে। এবার এখানকার এক পুজো মণ্ডপ থিম করেছে চন্দ্রায়ন-২ কে। মণ্ডপটির উচ্চতা প্রায় ১০০ ফুট, তৈরি করতে সময় লেগেছ প্রায় দুমাস। মণ্ডপে ঢুকলে মনে হবে আপনি যেন পৌঁছে গিয়েছেন মহাকাশে।

Related Video