নেতাজী ছিলেন প্রেসিডেন্ট, ঐতিহ্যে ভর করেই এগোচ্ছে সিমলা ব্যায়াম সমিতি

উত্তর কলকাতার অন্যতম বড় পুজো সিমলা ব্যায়াম সমিতির দুর্গা পূজো। একসময় নেতাজী সুভাষচন্দ্র বসু ছিলেন এই ক্লাবের পুজো কমিটির প্রেসিডেন্ট। আর স্বামী বিবেকানন্দের মেজোভাই-এর তত্ত্বাবধানে তৈরি হয়েছিল প্রতিমা। আজও সেই একই শৈলির প্রতিমা গড়ে সিমলা ব্যায়াম সমিতি। এমন যাদের ঐতিহ্য, তাদের থিমের স্রোতে গা ভাসানোর প্রয়োজন পড়ে না।

Share this Video

উত্তর কলকাতার অন্যতম বড় পুজো সিমলা ব্যায়াম সমিতির দুর্গা পূজো। একসময় নেতাজী সুভাষচন্দ্র বসু ছিলেন এই ক্লাবের পুজো কমিটির প্রেসিডেন্ট। আর স্বামী বিবেকানন্দের মেজোভাই-এর তত্ত্বাবধানে তৈরি হয়েছিল প্রতিমা। আজও সেই একই শৈলির প্রতিমা গড়ে সিমলা ব্যায়াম সমিতি। এমন যাদের ঐতিহ্য, তাদের থিমের স্রোতে গা ভাসানোর প্রয়োজন পড়ে না।

Related Video