পরিবেশ রক্ষার ডাক দিয়ে এশিয়ানেট নিউজ শারদ সম্মান জিতল অভিদীপ্তা আবাসন


আবাসনের পুজো মানেই  সকলে মিলে একসঙ্গে খাওয়া, দাওয়া, গল্প-গুজব করে কেটে যাওয়া পুজোর কয়েকটা দিন। সারা বছরের ব্যস্ততা ভুলে চুটিয়ে আনন্দ করা। অভিদীপ্তা হাউজিংয়ের পুজোতেও মিলল সেই প্রাণের স্পন্দন।

/ Updated: Oct 05 2019, 09:54 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


আবাসনের পুজো মানেই  সকলে মিলে একসঙ্গে খাওয়া, দাওয়া, গল্প-গুজব করে কেটে যাওয়া পুজোর কয়েকটা দিন। সারা বছরের ব্যস্ততা ভুলে চুটিয়ে আনন্দ করা। অভিদীপ্তা হাউজিংয়ের পুজোতেও মিলল সেই প্রাণের স্পন্দন। তিন বছরে পা দিল এই আবাসনের পুজো। পরিবেশ সচেতনতার উপরে গুরুত্ব দিয়ে মণ্ডপে ব্যবহার করা হয়নি প্লাস্টিক। কলকাতা শহরের ফ্ল্যাটবাড়ির পুজোগুলির মধ্যে স্বতন্ত্র অভিদীপ্তা হাউজিংয়ের আবাসিকদের এই উদ্যোগ।  তাঁদের এই কর্মযজ্ঞকে এশিয়ানেট নিউজ শারদ সম্মানে ভূষিত করা হল।