এবার পুজোয় হাতিবাগান সর্বজনীনে বধ হবে প্লাস্টিকাসুর

  • কয়েকদিন পরেই উমা সপরিবারে হাজির হবেন মর্ত্যে
  • কলকাতার পুজো-কে ঘিরে উন্মাদনা বরাবরই তুঙ্গে থাকে
  • এবার পুজোয় বধ হবে মশাসুর এবং প্লাস্টিকাসুর 
  • হাতিবাগান সর্বজনীনের এটি ৮৫তম বর্ষ
/ Updated: Sep 25 2019, 09:14 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

পরিবেশ দূষণের ভয়ঙ্কর ফল ধীরে ধীরে এগিয়ে আসছে আমাদের দিকে। তাতে ক্ষতিগ্রস্ত হবে পৃথিবী। বহু সচেতনমূলক কাজের মাধ্যমে সাধারণ মানুষকে এ ব্যাপারে জানানো হলেও ঠিক কতটা প্রভাব ফেলেছে তা মানুষের মনে বা ঠিক কতটা সচেতন হয়েছেন মানুষ তা বলা কঠিন। তবে পরিবেশ দূষণের হাত থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য যে সচেতনতামূলক কর্মসূচি চলছে তাকে একধাপ এগিয়ে নিয়ে যেতে চলেছে পৃথিবী যখন পরিবেশ দূষণের সম্ভাব্য সর্বোচ্চ মাত্রায় এসে পৌঁছেছে, এরকমই এক সময়ে সচেতনতা বাড়াতে উত্তর কলকাতার হাতিবাগান সর্বজনীন সারা কলকাতাবাসী-কে মশাসুর ও প্লাস্টিকাসুর বধের আমন্ত্রণ জানাচ্ছেন।