পুরনো পাড়া লেক গার্ডেন্সের পুজোতেই সময় কাটান মধুবনী, সঙ্গে চলে দেদার খাওয়া-দাওয়া

বর্তমান সময়ে একান্নবর্তী পরিবার হারিয়ে যাচ্ছে। বাড়ছে নিউক্লিয়ার ফ্যামিলির সংখ্যা। কিন্তু পুজোর দিনগুলিতে পরিবারের সকলে মিলে আনন্দ করার মজাটাই আলাদা। সেই একান্নবর্তী পরিবারের স্বাদই পাওয়া যায় কেষ্টপুরের  গণপতি পার্ক আবাসিক দর্গোৎসবে। সকলে সারা বছরর নানা কাজে ব্যস্ত থাকলেও পুজোর সময়ে আবাসিকরা একসঙ্গে মেতে ওঠেন মা দুর্গাকে বরণ করে নেওয়ার আয়োজনে। পুজোর পাশাপাশি চলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেদার খাওয়া দাওয়া।

Share this Video

বর্তমান সময়ে একান্নবর্তী পরিবার হারিয়ে যাচ্ছে। বাড়ছে নিউক্লিয়ার ফ্যামিলির সংখ্যা। কিন্তু পুজোর দিনগুলিতে পরিবারের সকলে মিলে আনন্দ করার মজাটাই আলাদা। সেই একান্নবর্তী পরিবারের স্বাদই পাওয়া যায় কেষ্টপুরের গণপতি পার্ক আবাসিক দর্গোৎসবে। সকলে সারা বছরর নানা কাজে ব্যস্ত থাকলেও পুজোর সময়ে আবাসিকরা একসঙ্গে মেতে ওঠেন মা দুর্গাকে বরণ করে নেওয়ার আয়োজনে। পুজোর পাশাপাশি চলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেদার খাওয়া দাওয়া।

Related Video