বাইরে দুর্গ, ভিতরে মন্দির, অনবদ্য কারুশিল্পে সেজে উঠেছে নেতাজী কলোনি লো ল্যান্ডের মন্ডপ, দেখুন ভিডিও

শুরু হয়ে গিয়েছে এশিয়ানেট নিউদ শারদ সম্মান ২০১৯-এর পুজো পরিক্রমা। প্রথম দিনই উত্তর কলকাতার অন্যতম বড় পুজো বরানগর নেতাজী কলোনি লো ল্যান্ডের পূজা মন্ডপে উপস্থিত হলেন বিচারকরা। এইবার এই পুজোর থিম 'দুর্গেই দুর্গা'। ভারতের বিভিন্ন দুর্গের সংমিশ্রনে গড়ে তোলা হয়েছে নেতাজী কলোনি লো ল্যান্ডের মন্ডপের বাইরেটা। আর ভিতরটা গড়া হয়েছে প্রাচ্য ও পাশ্চাত্বের বিভিন্ন শিল্পকলার অনুকরণে। শুধু তাই নয়, এখানে অসুরদলনী রূপ ছাড়াও দুর্গার আরও চারটি রূপ দেখা যাবে।

 

/ Updated: Oct 02 2019, 05:00 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

শুরু হয়ে গিয়েছে এশিয়ানেট নিউদ শারদ সম্মান ২০১৯-এর পুজো পরিক্রমা। প্রথম দিনই উত্তর কলকাতার অন্যতম বড় পুজো বরানগর নেতাজী কলোনি লো ল্যান্ডের পূজা মন্ডপে উপস্থিত হলেন বিচারকরা। এইবার এই পুজোর থিম 'দুর্গেই দুর্গা'। ভারতের বিভিন্ন দুর্গের সংমিশ্রনে গড়ে তোলা হয়েছে নেতাজী কলোনি লো ল্যান্ডের মন্ডপের বাইরেটা। আর ভিতরটা গড়া হয়েছে প্রাচ্য ও পাশ্চাত্বের বিভিন্ন শিল্পকলার অনুকরণে। শুধু তাই নয়, এখানে অসুরদলনী রূপ ছাড়াও দুর্গার আরও চারটি রূপ দেখা যাবে।