রূপান্তরকামীদের দেবী বন্দনা, দেখুন ভিডিও
রূপান্তরকামীদের মধ্যে পুরুষ ও নারী দুই সত্বাই বর্তমান। আর সেই কারণের জন্যই তারা সর্বত্রই অবহেলিত হয়ে থাকেন। অনেক সময়েই এমন দেখা গিয়েছে কোনও মা যদি এমন সন্তানের জন্ম দেন তবে তারা তাদের নিজেদের সন্তানকে ত্যাগ করতেও দ্বিধা বোধ করেনা। আমাদের সমাজই তাদেরকে সব কিছু থেকে দুরে সরিয়ে রেখেছে। অথচ তারা এই সমাজেরই অঙ্গ। সমাজ তাদের দূরে ঢেললেও কলকাতা শহরে নিজেরাই মায়ের আরাধনায় মাতলেন তাঁরা। যেখানে মা দুর্গা পূজিত হলেন অর্ধনারীশ্বর রূপে।
রূপান্তরকামীদের মধ্যে পুরুষ ও নারী দুই সত্বাই বর্তমান। আর সেই কারণের জন্যই তারা সর্বত্রই অবহেলিত হয়ে থাকেন। অনেক সময়েই এমন দেখা গিয়েছে কোনও মা যদি এমন সন্তানের জন্ম দেন তবে তারা তাদের নিজেদের সন্তানকে ত্যাগ করতেও দ্বিধা বোধ করেনা। আমাদের সমাজই তাদেরকে সব কিছু থেকে দুরে সরিয়ে রেখেছে। অথচ তারা এই সমাজেরই অঙ্গ। সমাজ তাদের দূরে ঢেললেও কলকাতা শহরে নিজেরাই মায়ের আরাধনায় মাতলেন তাঁরা। যেখানে মা দুর্গা পূজিত হলেন অর্ধনারীশ্বর রূপে।