মাতৃ আরাধনার প্রস্তুতিতে মাতোয়ারা মাদুরদহ ঐকতানের কিছু মুহূর্ত

সাবেকিয়ানার ছোঁয়া দেখা যাবে তাদের প্রতিমার মধ্যে। তাদের এবছরের পুজোর থিম হল 'অসুর দলনী মায়ের আবির্ভাবে শুভ শক্তি জাগ্রত হোক'। 

Share this Video

সাবেকিয়ানার ছোঁয়া দেখা যাবে তাদের প্রতিমার মধ্যে। তাদের এবছরের পুজোর থিম হল 'অসুর দলনী মায়ের আবির্ভাবে শুভ শক্তি জাগ্রত হোক'। অর্থাৎ চারিদিকে এই যে অন্যায় অনাচার, অশুভ শক্তি ধীরে ধীরে বেড়েই চলেছে আর এই অশুভ শক্তির বিনাশের জন্যই পুনরায় মায়ের মর্ত্যে আগমন প্রয়োজন। তবেই পৃথিবী সংকটমুক্ত হবে। হবে। আর সেই উদ্দেশ্য নিয়েই অসুর দলনী মায়ের আহ্বান করছেন মাদুরদহ ঐক্যতানের মহিলাবৃন্দ। মাতৃ আরাধনার পাশাপাশি মাদুরদহ ঐক্যতান মেতে উঠেছে সাংস্কৃতিক আনন্দ উৎসবে, দেখে নিন সেই অনুষ্ঠানের প্রস্তুতির কিছু মুহূর্ত

Related Video