আরও একবার সোনা জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছেন দেবেন্দ্র, শারীরিক অক্ষমতাকে জয় করেই চলছে প্রস্তুতি

  • জাভলিন থ্রোয়ে ফের বিশ্ব রেকর্ড দেবেন্দ্র ঝাঝারিয়া -র
  • শারীরিক অক্ষমতাকে জয় করে নিজেকে আরও একবার প্রমাণ করলেন
  • নিজেই রেকর্ড আরও একবার নিজেই ভাঙলেন দেবেন্দ্র ঝাঝারিয়া 
  • এর আগে প্যারা অলিম্পিকে দুটি সোনা রয়েছে তাঁর

Share this Video

জাভলিন থ্রোয়ে ফের বিশ্ব রেকর্ড দেবেন্দ্র ঝাঝারিয়া -র। শারীরিক অক্ষমতাকে জয় করে নিজেকে আরও একবার প্রমাণ করলেন। নিজেই রেকর্ড আরও একবার নিজেই ভাঙলেন দেবেন্দ্র ঝাঝারিয়া। ৬৫.৭ মিটার জ্যাভলিন থ্রো করে নতুন রেকর্ড গড়লেন তিনি। এর আগে প্যারা অলিম্পিকে দুটি সোনা রয়েছে তাঁর। ২০০৪ এবং ২০১৬ -এর পর আরও একবার সোনা জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছেন দেবেন্দ্র ঝাঝারিয়া।

Related Video