শতবর্ষের সেলিব্রেশন শুরু, কুমোরটুলি থেকে ইস্টবেঙ্গল ক্লাব পর্যন্ত শোভাযাত্রা, দেখুন ভিডিও

  • ইস্টবেঙ্গল ক্লাবের একশো বছরের সেলিব্রেশন
  • কুমোরটুলি পার্ক থেকে ইস্টবেঙ্গল ক্লাব পর্যন্ত শোভাযাত্রা
  • শোভাযাত্রায় হাঁটলেন কয়েক হাজার ইস্টবেঙ্গল সমর্থক
  • হাজির ছিলেন প্রাক্তন তারকারাও

Share this Video

শতবর্ষে পা দিল ইস্টবেঙ্গল ক্লাব। আর তার আনুষ্ঠানিক উদ্বোধন হল কুমোরটুলি পার্ক থেকে ইস্টবেঙ্গল ক্লাব পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। কুমোরটুলি পার্কের মাঠ থেকেই পথচলা শুরু হয়েছিল ইস্টবেঙ্গল ক্লাবের। তাই সেখান থেকেই এ দিনের শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় পা মেলান নানান বয়সের কয়েক হাজার ইস্টবেঙ্গল সমর্থক। এ ছাড়াও উপস্থিত ছিলেন সুভাষ ভৌমিক, বাইচুং ভুটিয়ার মতো প্রাক্তন ইস্টেবঙ্গল তারকারা। শোভাযাত্রায় পা মেলান গোষ্ঠ পালের ছেলে নীরাংশু পাল। লাল হলুদ জার্সি, বেলুন, ঢাকের আওয়াজে তৈরি হয়েছিল উৎসবের পরিবেশ। 

মোহনবাগানের ফুটবলার হিসেবে পরিচিত হলেও কিংবদন্তি গোষ্ঠ পালের নেতৃত্বেই ইস্টবেঙ্গল প্রথম টুর্নামেন্ট জিতেছিল বলে জানালেন প্রয়াত ফুটবলারের ছেলে নীরাংশু পাল। এ দিনের শোভাযাত্রায় ইস্টবেঙ্গল সমর্থকের পরণে ছিল শতবর্ষ উপলক্ষে দলের নতুন লাল- হলুদ জার্সি। 

Related Video