ওয়ার্ল্ড যোগা কাপ চ্যাম্পিয়নশিপে পদক পাঁচ বছরের খুদে সুচরিতার

ওয়ার্ল্ড যোগা কাপ চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় পদক পেয়ে নজর কাড়ল মালদহের চাঁচলের পাঁচ বছরের খুদে সুচরিতা হালদার

Share this Video

ইউনিভার্সাল যোগা ফেডারেশনের উদ্যোগে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে গত ২৬ ও ২৭ জুন ওয়ার্ল্ড যোগা কাপ চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়| ওই বিভাগে এ রাজ্যের বিভিন্ন জেলা থেকে ২৬ জন অংশ নিয়েছিল |অংশ নিয়েছিল দেশের বিভিন্ন রাজ্যের হাজারেরও বেশি খুদে প্রতিযোগী | সেখানে ৫ থেকে ৮ বছর বয়সী শিশুদের বিভাগে তৃতীয় হয়ে ব্রোঞ্জ পেয়েছে সুচরিতা হালদার |সুচরিতার বাড়ী মালদহের চাঁচলে | দেহশ্রী ব্যায়ামাগারে ছোট থেকেই যোগের প্রশিক্ষণ নিত সুচরিতা

Related Video