ভারতের মাটিতে অলিম্পিক্স হওয়ার স্বপ্ন পূরণের পথে আরও একধাপ এগল ভারত

২০২১ টোকিও অলিম্পিক্সে অসাধারণ ফল করেছে ভারত। ভারতের এই সাফল্য ভারতকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেল। ২০২৩-এ ভারতে আয়োজিত হতে চলেছে অলিম্পিক্স কমিটির অধিবেশন। মুম্বইয়ে হতে চলেছে অলিম্পিক্স কমিটির এই অধিবেশন।

Share this Video

২০২১ টোকিও অলিম্পিক্সে অসাধারণ ফল করেছে ভারত। ভারতের এই সাফল্য ভারতকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেল। ২০২৩-এ ভারতে আয়োজিত হতে চলেছে অলিম্পিক্স কমিটির অধিবেশন। মুম্বইয়ে হতে চলেছে অলিম্পিক্স কমিটির এই অধিবেশন। ২০২২ সালে অলিম্পিক্স কমিটির সদস্যদের বৈঠক হতে চলেছে ভারতে। ভারতের আইওসি-র সদস্য নীতা আম্বানী। এটাই প্রথম ভারতের আইওসি অধিবেশবন, জানালেন নীতা আম্বানী। অলিম্পক্স ইভেন্টস আয়োজনের দায়িত্ব পেয়ে গর্বিত অভিনব বিন্দ্রা। 'ভারত সরকারের লক্ষ্য দেশকে সেরা স্পোর্টিং নেশন গড়ে তোলা'। ইভেন্ট আয়োজনের দায়িত্ব পাওয়ার পর এমনটাই বলেছেন অনুরাগ ঠাকুর। প্রসঙ্গত, ২০২১ টোকিও অলিম্পিক্সে ইতিহাস গড়েছে ভারত। একটি সোনা, দুটি রুপো এবং ৪টি ব্রোঞ্জ এসেছে ভারতের ঝুলিতে। নীরজ চোপড়া থেকে শুরু করে পিভি সিন্ধু ভারতকে বিশেষ সম্মান এনেদিয়েছে। ভারতের এই সাফল্যের পরই এত বড় ঘোষণা, যা দেশের জন্য গর্বের। বলাই যায় ভারতের মাটিতে অলিম্পক্সের মতো মেগা ইভেন্টের স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে এই ঘোষণা। 

Related Video