কলকাতায় পা রাখলেন মজিদ, সমর্থকদের উন্মাদনায় অভিভূত বাদশাহ, দেখুন ভিডিও

  • কলকাতায় পা রাখলেন মজিদ বাসকর
  • রবিবার ভোররাতে কলকাতায় পা রাখলেন তিনি
  • মজিদকে দেখতে বিমানবন্দরে ইস্টবেঙ্গল সমর্থকদের ভিড়
  • ভিড়ের চাপে বিমানবন্দরেই আটকে মজিদ

Share this Video

এই প্রজন্মের ইস্টবেঙ্গল সমর্থকদের অনেকেই তাঁর গল্প শুনেছেন। কিন্তু সশরীরে দেখার সুযোগ হয়নি। অবশেষে তিন দশকেরও বেশি সময় পরে কলকাতায় পা রাখলেন মজিদ বাসকর। ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে তাঁকে নিয়ে কতখানি উন্মাদনা রয়েছে, তার প্রমাণ পাওয়া গলে শনিবার গভীর রাতে বিমানবন্দরের ভিড় দেখে। রবিবার ভোররাত প্রায় তিনটে নাগাদ ইরান থেকে কলকাতায় পৌঁছন মজিদ। বিমানবন্দর থেকে বেরোতেই তাঁকে ঘিরে বাদশাহ, বাদশাহ রব ওঠে। 

একদা তাঁর প্রিয় শহরের এখনও তাঁর প্রতি ভালবাসা দেখে কিছুটা যেন অভিভূতই হয়ে যান ময়দানের বাদশাহ। বিমানবন্দর থেকে বেরিয়েও ভিড়ের চাপে ফের তাঁকে ভিতরে ঢুকিয়ে নিয়ে যান নিরাপত্তাকর্মীরা। সবাই চান তাঁকে একবার ছুঁয়ে দেখতে। শেষ পর্যন্ত ভিড় সরিয়ে দীর্ঘক্ষণ পর তাঁকে বাইপাসের ধারে পাঁচতারা হোটেলে নিয়ে যাওয়া হয়। সোমবার ইস্টবেঙ্গলের শতবর্ষ পূর্তির অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ইস্টবেঙ্গল ক্লাবেও যাওয়ার কথা তাঁর। 

Related Video