গানের ছন্দে ছেলের সঙ্গে মেতেছেন সুরেশ রায়না, আদর করে কি গান শোনালেন তাকে, দেখে নিন

  • করোনা আবহের মাঝেই দ্বিতীয়বার বাবা হয়েছেন সুরেশ রায়না
  • কন্যা সন্তানের পর এবার তাঁদের ঘরে এসেছে পুত্র সন্তান
  • আপাতত ছেলেকে নিয়েই মজে রয়েছেন ক্রিকেটর
  • আদর করে আগলে রেখেছেন নিজের কাছে, শোনাচ্ছেন গানও 
  • সেই সঙ্গেই ছেলেকে ভরিয়ে দিচ্ছেন স্নেহের চুম্বনে

Share this Video

২০২০ সালে করোনা আবহের মাঝেই দ্বিতীয়বার বাবা হয়েছেন সুরেশ রায়না। কন্যা সন্তানের পর এবার তাঁদের ঘরে এসেছে পুত্র সন্তান। আপাতত ছেলেকে নিয়েই মজে রয়েছেন তিনি। ছেলেকে পেয়ে বেজায় খুশি ক্রিকেটর। ছেলেকে আদর করে আগলে রেখেছেন নিজের কাছে, শোনাচ্ছেন গানও। সেই সঙ্গেই ছেলেকে ভরিয়ে দিচ্ছেন স্নেহের চুম্বনে। গাড়িতে করে যাত্রা পথেই চলছে ছেলের সঙ্গে তাঁর খুনসুটি। 

Related Video