পিভি সিন্ধুদের আমার খেয়াল রাখি, ভুলে যাই মানসীদের, এক প্রেরণাদীপ্ত কাহিনি

  • প্রেরণা কাকে বলে, এই প্রশ্নের উত্তর খুঁজলে অবশ্যই মানসী-র কথা জানতে হবে
  • মানসী জোশী এমন এক জন মানুষ যিনি জীবন দর্শনকে বদলে দিয়েছেন 
  • এক পা-য়ে কীভাবে জীবনের মূল স্রোতে ফিরে আসা যায় তা দেখিয়েছেন তিনি
  • আন্তর্জাতিক ক্রীড়া জগতে তাই মানসী এখন প্রেরণার নাম 

| Updated : Aug 29 2019, 09:49 PM
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

এক দুর্ঘটনায় পা হারিয়েছিলেন মানসী। সকলে ভেবেছিলেন জীবনটাই শেষ হয়ে গেল এই তরুণীর। কিন্তু অন্যকিছু ভেবেছিলেন মানসী। আর তাই তিনি আজ এক প্রেরণার নাম। তাঁর জীবন কাহিনি আজ বহু মানুষকে সাহস যোগায়। কারণ ইচ্ছাশক্তি থাকলে মানুষ যে অসম্ভব-কেও সম্ভব করতে পারে, তার প্রকৃষ্ট উদাহরণ মানসী। পা হারানোর পর মানসী ভেঙে পড়েছিলেন। কিন্তু পিছিয়ে যেতে রাজি ছিলেন না তিনি। নকল পা লাগিয়ে তিনি নেমে পড়েন ব্যাডমিন্টন কোর্টে। পিভি সিন্ধু যেদিন বিশ্ব চ্যাম্পিয়ন হন সেদিন মানসী-ও নকল পা নিয়ে আন্তর্জাতিক আঙিনায় এক কৃতিত্বের আধিকারী হয়েছিলেন। আমরা খেয়াল করিনি মানসী-র সেই নজির-কে। মানসী এখন প্রস্তুতি নিচ্ছেল টোকিও প্যারা- অলিম্পিকের জন্য। এর জন্য গোঁপীচাঁদের কাছে প্রশিক্ষণও নিচ্ছেন তিনি।  

Related Video