আত্মবিশ্বাসী আরসিবিকে হারাতে জয়ের প্রস্তুতি কেইপি-র, এক নজরে আজকের ম্যাচ প্রিভিউ

  • আজ আইপিএলে আরসিবি -এর মুখোমুখি কেইপি
  • কে জিতবে লড়াই, তা জানতেই অপেক্ষারত ক্রিকেটপ্রেমীরা
  • প্রথম ম্যাচে হায়দরাবাদকে আত্মবিশ্বাসী বিরাটের দল
  • তবে প্রথম ম্যাচে হেরে কেইপি -এর প্রস্তুতি চলছে এখন জোর কদমে

Share this Video

আজ আইপিএলে মুখোমুখি লড়াইয়ে নামতে চলেছে বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও কেএল রাহুলের কিংস ইলেভেন পঞ্জাব। প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে আরসিবি মুখোমুখি হতে চলেছে কেইপি -এর। তিন মরসুম পর আবারও জয় দিয়ে আইপিএল অভিযান শুরু করেছে আরসিবি। হায়দরাবাদকে ১০ রানে হারিয়ে এখন আত্মবিশ্বাসী তারা। অন্যদিকে অন্যদিকে কিংস ইলেভেন পাঞ্জাবের প্রথম ম্যাচের ফল ভালো ছিল না। দিল্লী ক্যাপিটলসের বিরুদ্ধে সুপার ওভরে হার শিকার করতে হয়েছিল তাদের। প্রথম ম্যাচে কেইপি -এর ময়াঙ্ক ছাড়া কেও তেমন দাগ কাটতে পারেননি। সেই দিক থেকে দেখতে গেলে আরসিবি -এর এবি ডিভিলিয়ার্স ব্যাটিংয়ে ও বল হাতে যুজবেন্দ্র চাহল দুর্দান্ত পারফর্ম করেছিলেন। এছাড়াও মহম্মদ শামি, শেলডন কটরেল ও রবি বিষ্ণোইর পারফরমেন্সও ছিল দেখবার মত। সুতরাং কেইপি -এর তুলনায় আরসিবি অনেক বেশি শক্তিশালী। তবে প্রথম ম্যাচে হেরে কেইপি এখন জিততে মরিয়া। এখন আর কিছু সময়ের অপেক্ষা, তার পরেই শুরু হতে চলেছে আজকের আইপিএল আরসিবি বনাম কিইপি। এখন এটাই দেখার অপেক্ষা আজকে কার মাথায় ওঠে জয়ের মুকুট।

Related Video