গরমের ছুটিতে ঘুরতে যেতেই পারেন এই ৫ জায়গায়

ছুটি পেলে ঘুরতে যেতে ভালোবাসেন না এমন মানুষ পাওয়া মুশকিল। অধিকাংশ মানুষই ছুটি পেলে বেরিয়ে পড়েন। সামনেই গরমের ছুটি আর এই গরমের ছুটিতে ঘুরতে যেতেই পারেন বেশ কিছু জায়গায়।
 

Share this Video

ছুটি পেলে ঘুরতে যেতে ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। অধিকাংশ মানুষই ছুটি পেলে বেরিয়ে পড়েন। সামনেই গরমের ছুটি আর এই গরমের ছুটিতে ঘুরতে যেতেই পারেন বেশ কিছু জায়গায়। হেমিস জাতীয় উদ্যান- কাশ্মীরে রয়েছে এই জাতীয় উদ্যান। যদি আপনি অ্যাডভেঞ্চার পছন্দ করেন তবে এটা আপনার জন্য একেবারে উপযুক্ত জায়গা। চেরাপুঞ্জি- নৈসর্গিক দৃশ্যে ভরপুর এই জায়গা। প্রকৃতির কোলে একান্তে কোথায় যদি সময় কাটাতে চান তবে ঘুরে আসুন এখান থেকে। কুনুর- তামিলনাড়ুর এই জায়গায় রয়েছে নীলগিরি পর্বত। যদি কোনও ফাঁকা জায়গায় ঘুরতে যেতে চান তবে এখানে যেতেই পারেন। তাওয়াং- অরুণাচল প্রদেশের তাওয়াং-এর নৈসর্গিক দৃশ্য দেখবার মতো। গরমকালে অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে ঘুরে আসতে পারেন। আরাকু ভ্যালি- এখানে গিয়ে আপনি ট্রেকিং করতে পারেন। সবুজে ঘেরা এই উপত্যকায় যেতেই পারেন আফনার গরমের ছুটি কাটাতে।

Related Video