Diwali 2021- শুধু ভারতেই নয়, ভারতের বাইরে এই দেশগুলিতে ধুমধাম করে পালিত হয় দীপাবলি

আলোর উৎসব দীপাবলিতে (Diwali) সেজে ওঠে চারপাশ। রকমারি আলোতে সেজে ওঠে সকলের বাড়ি। ভারতের বাইরেও অনেক দেশ সেজে ওঠে দীপাবলিতে। আলোর সাজে সেজে ওঠে সেই সমস্ত জায়গা। মালয়েশিয়ায় (Malaysia) দীপাবলি 'হরি দিওয়ালি' নামে পরিচিত। মালয়েশিয়ায় তবে আতশবাজি পোড়ানো নিষিদ্ধ। তাই দীপাবলিতে এখানে উপহার দেওয়া এবং মিষ্টি খাওয়ানো এবং শুভেচ্ছা বিনিময়ের চল রয়েছে। দীপাবলির দিন আতশবাজি আর আলোয় সেজে ওঠে নেপাল (Nepal)। এখানে উপহার দেওয়ারও চল রয়েছে। এছাড়াও এদিন এখানে লক্ষ্মীপুজোও (Lakshmi Puja) হয়। তাইল্যান্ডেও পালিত হয় আলোর উৎসব দীপাবলি। তবে এখানে দীপাবলির দিনে নয়, অন্যদিন পালিত হয় দীপাবলি। ডিসেম্বর মাসেই সাধারণত এই অনুষ্ঠান হয় সেখানে। ইন্দোনেশিয়ায় (Indonesia) ভারতের মতোই প্রতি বছর এখানে দীপাবলি উদ্‌যাপিত হয়। এদিন এখানে সরকারি ছুটিও থাকে। ইংল্যান্ডে বেশ কয়েকটি শহরে দীপাবলি পালিত হয়। এই সব জায়গায় প্রচুর পরিমাণ ভারতীয় বাস করেন।

Share this Video

আলোর উৎসব দীপাবলিতে (Diwali) সেজে ওঠে চারপাশ। রকমারি আলোতে সেজে ওঠে সকলের বাড়ি। ভারতের বাইরেও অনেক দেশ সেজে ওঠে দীপাবলিতে। আলোর সাজে সেজে ওঠে সেই সমস্ত জায়গা। মালয়েশিয়ায় (Malaysia) দীপাবলি 'হরি দিওয়ালি' নামে পরিচিত। মালয়েশিয়ায় তবে আতশবাজি পোড়ানো নিষিদ্ধ। তাই দীপাবলিতে এখানে উপহার দেওয়া এবং মিষ্টি খাওয়ানো এবং শুভেচ্ছা বিনিময়ের চল রয়েছে। দীপাবলির দিন আতশবাজি আর আলোয় সেজে ওঠে নেপাল (Nepal)। এখানে উপহার দেওয়ারও চল রয়েছে। এছাড়াও এদিন এখানে লক্ষ্মীপুজোও (Lakshmi Puja) হয়। তাইল্যান্ডেও পালিত হয় আলোর উৎসব দীপাবলি। তবে এখানে দীপাবলির দিনে নয়, অন্যদিন পালিত হয় দীপাবলি। ডিসেম্বর মাসেই সাধারণত এই অনুষ্ঠান হয় সেখানে। ইন্দোনেশিয়ায় (Indonesia) ভারতের মতোই প্রতি বছর এখানে দীপাবলি উদ্‌যাপিত হয়। এদিন এখানে সরকারি ছুটিও থাকে। ইংল্যান্ডে বেশ কয়েকটি শহরে দীপাবলি পালিত হয়। এই সব জায়গায় প্রচুর পরিমাণ ভারতীয় বাস করেন।

Related Video