রোগ-জ্বালার হাত থেকে নিস্তার পেতে ৭ তলা থেকে ঝাঁপ
- রোগ-জ্বালা থেকে মুক্তি পেতে সাততলা থেকেই ঝাঁপ
- মর্মান্তিক এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়
- আলসারে ভুগছিলেন আত্মঘাতী যুবক সুজয় দাস
- শোকে কার্যত বাকরুদ্ধ সুজয়ের পরিবার
রোগ-জ্বালায় হতাশ হয়ে পড়েছিলেন বিএসএনএল-এর অস্থায়ী কর্মী সুজয় দাস। বছর ৩৫-এর সুজয়ের আলসার ধরা পড়েছিল। তারপর থেকেই চিকিৎসা চলছিল। যত দিন গড়াচ্ছিল ততই যেন আলসারের যন্ত্রণায় কাতর হয়ে পড়ছিলেন সুজয়। চিকিৎসায় সেভাবে সাড়াও মিলছিল না। বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে এই চিকিৎসা করাতে বহু অর্থেরও দরকার ছিল। তাই কর্মস্থলে পাওয়া ইএসআই কার্ডে ঠাকুরপুকুর ইএসআই হাসপাতালেরই দ্বারস্থ হয়েছিলেন সুজয়।
এই ইএসআই হাসপাতালের ৭তলা থেকেই বুধবার সকালে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন সুজয়। সোমবারই এখানে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিলেন সুজয়। তাঁর পরিবারের অভিযোগ, প্রথম থেকেই সুজয়কে ভর্তি করানো নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ গাফিলতি দেখিয়ে আসছিল। এর আগে দুবার সুজয়কে নাকি ইএসআই হাসপাতালে ভর্তি করানোর চেষ্টা হয়েছিল। কিন্তু, সারাদিন বসে থেকেও সুজয়কে ডাক্তার দেখানো যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত বলেও মনে করছে সুজয়ের পরিবার।