করোনা বিধি ভুলেই জয়ের আনন্দে চলল নাচ-গান

  • ২ মে সকাল থেকেই রাজ্যে উত্তেজনা ছিল তুঙ্গে
  • সকাল ৮ থেকে শুরু হয়ে যায় ভোট গণনা
  • তাতেই বিজেপি পিছিয়ে পড়ে এগিয়ে যায় তৃণমূল
  • সম্পূর্ণ ফলাফল ঘোষণা না হলেও জয়ের উচ্ছাস শুরু হয়
     

Share this Video

২ মে সকাল থেকেই রাজ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। সকাল ৮ থেকে শুরু হয়ে যায় ভওট গণনা। তাতেই বিজেপি পিছিয়ে পড়ে এগিয়ে যায় তৃণমূল। সম্পূর্ণ ফলাফল ঘোষণা না হলেও জয়ের উচ্ছাস শুরু হয়। সবুজ আবির নিয়ে জয়ের উচ্ছাসে মাতেন সকলে। করোনা বিধি সিকেয় তুলেই আনন্দে মাততে দেখা যায় তাঁদের।

Related Video