মহামায়াতলায় মিঠুনের রোড শো, সোনারপুর উত্তরের প্রার্থীর জন্য করলেন প্রচার

  • এবার ভোটের পালায় নাম লেখাবে কলকাতার একটা অংশ এবং তার শহরতলি
  • যার মধ্যে মহামায়াতলাও রয়েছে
  • ফলে বলতে গেলে এখন ভোটযুদ্ধের শেষমুহূর্তে প্রচারে নাম জুড়েছে এই এলাকার
  • আর সেই উপলক্ষ্যে এলাকার বিজেপি প্রার্থী রঞ্জন বৈদ্যের সমর্থনে মিঠুন চক্রবর্তীর আসা মহাময়াতলায় রোড শো করতে

Share this Video

মহাগুরুর আগমন! আর সেই উপলক্ষ্যে সাজো সাজো রব। বুধবারের সকালটা যেন মহাময়াতলাবাসীর কাছে আর অন্য পাঁচটা দিনের মতো ছিল না। রাজ্যজুড়ে শুরু হয়ে গিয়েছে ভোটযুদ্ধ। সম্পন্ন হয়ে গিয়েছে ৩ দফার নির্বাচন। এবার ভোটের পালায় নাম লেখাবে কলকাতার একটা অংশ এবং তার শহরতলি। যার মধ্যে মহামায়াতলাও রয়েছে। ফলে বলতে গেলে এখন ভোটযুদ্ধের শেষমুহূর্তে প্রচারে নাম জুড়েছে এই এলাকার। আর সেই উপলক্ষ্যে এলাকার বিজেপি প্রার্থী রঞ্জন বৈদ্যের সমর্থনে মিঠুন চক্রবর্তীর আসা মহাময়াতলায় রোড শো করতে। মিঠুনের সাদা এসইউভি মহাময়াতলা পৌঁছতেই শুরু হয়ে যায় জয়ধ্বনি। কিছুক্ষণ পরেই শুরু হয়ে যায় কিলোমিটার ব্যাপি রোড শো। গন্তব্য গড়িয়া শীতলামন্দির। মিঠুন যার সমর্থনে এই রোড শো করেন সেই বিজেপি প্রার্থী রঞ্জন বৈদ্য বলেন, এবার সোনারপুর উত্তরে তাঁরই জয় হচ্ছে এবং হার মানবেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক ফিরদৌসি বেগম। ৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী মোদীর ব্রিগেডের সভায় বিজেপি-তে যোগদান করেন এককালের তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মিঠুন। সারদাকাণ্ডের পর থেকেই লোকচক্ষুর অন্তরালে চলে গিয়েছিলেন। বছরখানেক আগে ফের প্রকাশ্যে দেখা যেতে শুরু করে বাঙালির আইকনকে। এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১-এ মিঠুন যেভাবে গোখরো-র ডায়লগ শুনিয়েছেন তাতে তাঁর প্রচার মানেই এখন সুপার-ডুপার হিট। মহামায়াতলার বিপুল জনসমাগম বোঝাল যে মিঠুনের নায়ক আবেদন এখনও মানুষের মনে অটুট। কিন্তু, মিঠুনের প্রতি আমআদমির এই ভালোবাসা আদৌ ভোটবাক্সে কাজে লাগবে কি না তার উত্তর মিলবে ২ মে।

Related Video