কৃষকদের পাশে মোদী সরকার, জমিতে ভিটামিন স্প্রে করে অভিনব প্রচারে কৃষ্ণ কল্যাণী

  • জমিতে ভিটামিন স্প্রে করলেন খোদ বিজপি প্রার্থী 
  • প্রধানমন্ত্রী রয়েছেন কৃষকদের পাশে 
  • সেই সঙ্গেই দিলেন এই বার্তাও
  • এমন ছবি দেখাগেল রায়গঞ্জের নরম গ্রামে
     

Share this Video

জমিতে ভিটামিন স্প্রে করলেন খোদ বিজপি প্রার্থী। প্রধানমন্ত্রী রয়েছেন কৃষকদের পাশে, সেই সঙ্গেই দিলেন এই বার্তাও। এমন ছবি দেখাগেল রায়গঞ্জ বিধানসভার গৌরী গ্রামপঞ্চায়েতের নরম গ্রামে। সেখানকার বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী। তাঁকেই দেখা গেল জমিতে ভিটামিন স্প্রে করতে। ভোটের কৃষকদের পাশে থাকার বার্তা দিয়ে অভিনব প্রচার করলেন কৃষ্ণ কল্যাণী। ২২ এপ্রিল রয়েছে উত্তর দিনাজপুরে ভোট তার আগেই এইভাবে প্রচার করতে দেখা গেল তাঁকে। সেই সঙ্গেই তিনি জানালেন মোদীজির জন্যই দেশের কৃষকেরা আজ উন্নততর জীবনযাপন করছেন। তাই মানুষ এবার সোনার বাংলা গড়তে বিজেপিকে রাজ্যে ক্ষমতায় আনবে।

Related Video