বাগদায় পুলিশের গুলি, হাড়হিম করা ভিডিও ভাইরাল

  • বাগদায় পুলিশের এলোপাথারি গুলি
  • বাগদা সেক্টর অফিসে হামলা চালানোর পরেই ঘটে এই ঘটনা
  • হামলা চালায় রাজনৈতিক দলের কর্মীরা
  • পুলিশকে লক্ষ্য করে চলে ইট বৃ্ষ্টি
  • ছত্রভঙ্গ করতেই গুলি চালায় পুলিশ

Share this Video

ষষ্ঠ দফা নির্বাচনের সকাল থেকেই উত্তপ্ত ছিল বাগদা। দুপুর গড়াতেই একরকম রণক্ষেত্রের চেহারা নেয় বাগদা। সেখানে এলোপাথারি গুলি চালায় পুলিশ। অভিযোগ, সেখানে বুথ দখলের চেষ্টা চালায় কিছু রাজনৈতিক দলের নেতারা। বাগদা সেক্টর অফিসেও হামলা চালানোর অভিযোগ ওঠে। পুলিশকে লক্ষ্য করে চলে ইট বৃ্ষ্টি। ছত্রভঙ্গ করতেই গুলি চালায় পুলিশ। অন্যদিকে পুলিশকেই দায়ি করছেন বনগাঁ উত্তরের বিজেপি প্রার্থী বিশ্বজিত দাস। তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে বিজেপি এমন কথাও বলতে শোনা গেল তাঁকে। 

Related Video