শুভেন্দু অধিকারী দলে ছিলেন, আছেন ও থাকবেন, মঞ্চে উঠে একাধিক রাজনৈতিক মন্তব্য ব্রাত্য বসুর

  • এবার মঞ্চে উঠে একাধিক রাজনৈতিক মন্তব্য ব্রাত্য বসুর
  • তাঁর কথাতে উঠে শুভেন্দু অধিকারীর নামও
  • বললেন, শুভেন্দু অধিকারী দলে ছিলেন, আছেন ও থাকবেন
  • শনিবার নন্দকুমার ব্লকের একটি জনসভায় তিনি এই কথা বলেন
  • সেই সঙ্গেই বিজেপি নিয়েও তাঁকে একাধিক মন্তব্য করতে শোনা গেল 

Share this Video

মঞ্চে উঠে বক্তব্য রাখতে গিয়ে দলকে নিয়ে একাধিক কথা বলতে শোনা গেল এবার ব্রাত্য বসুকে। মঞ্চ উঠে তিনি জানালেন তৃণমূল বড় পরিবার। সেই সঙ্গেই বললেন বড় পরিবারে একটু গোলযোগ লেগেই থাকে। পাশাপাশি সবার উদ্দেশে বলেন শুভেন্দু অধিকারী দলে ছিলেন, আছেন ও থাকবেন। শনিবার নন্দকুমার ব্লকের খঞ্চিতে তৃণমূল কংগ্রেসের একটি সভায় তিনি বক্তব্য রাখার সময় এইসব কথা বলেন। বিজেপিকে নিয়েও তাঁকে অনেক মন্তব্য করতে শোনা যায় সেখানে। 

Related Video