Asianet News BanglaAsianet News Bangla

মাথায় হেলমেট, স্কুটি চালিয়ে ভোটের প্রচারে স্মৃতি ইরানি

  • সোমবার হলদিয়ায় বাইক ব়্যালি ছিল বিজেপির
  • ব়্যালিতে স্কুটি নিয়ে দেখা যায় স্মৃতি ইরানিকে
  • টাউনশিপ থেকে সিটি সেন্টার পর্যন্ত চলে ব়্যালি 
  • তাপসী মন্ডলের জন্যই প্রচার চালান স্মৃতি ইরানি
Mar 23, 2021, 9:17 AM IST

জেলায় জেলায় চলছে এখন ভোটের প্রচার। এবার সেই ভোটের প্রচারেই বাংলায় স্মৃতি ইরানি। সোমবার হলদিয়ায় বাইক ব়্যালি ছিল বিজেপির। ব়্যালিতে স্কুটি নিয়ে দেখা যায় স্মৃতি ইরানিকে। স্কুটি চালিয়ে প্রচার চালান তিনি। টাউনশিপ থেকে সিটি সেন্টার পর্যন্ত চলে সেই ব়্যালি। হলদিয়ার বিজেপি প্রার্থী তাপসী মন্ডলের জন্যই প্রচার চালান স্মৃতি ইরানি।