'দিদি ও দিদি'- স্লোগানে মাতোয়ারা নেটদুনিয়া, মোদীর শেয়ার করলেন শিশুদের 'দিদি-ও-দিদি' ডাক

একুশের বাংলা ভোটে যে শব্দগুলো রাজ করছে তাতে এখন সবার আগে রয়েছে দিদি। এই ডাকের বহর এমনই ছড়িয়েছে যে সোশ্যাল মিডিয়াও তোলপাড় তাতে

/ Updated: Apr 13 2021, 02:13 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

একুশের বাংলা ভোটে যে শব্দগুলো রাজ করছে তাতে এখন সবার আগে রয়েছে দিদি। এই ডাকের বহর এমনই ছড়িয়েছে যে সোশ্যাল মিডিয়াও তোলপাড় তাতে। বাংলায় নির্বাচনী প্রচারে এসে এই ডাকটা শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর মুখ থেকে বের হওয়া দিদি-বলে ডাকের প্যাটার্নে এখন হুলস্থুল। তেলেবেগুনে জ্বলে যাচ্ছেন বিরোধী দলনেত্রী। আর রাজনীতির এই মুখের খোরাকি আওয়াজে মজা লুঠছে আমজনতা। যাতে সামিল হয়েছে বাচ্চারাও। শুধু ডাকের এমন বহরেও নয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দলের বিরুদ্ধে নানা প্যারোডিও তৈরি করেছে বিজেপি। সম্প্রতি তারা খেলা শেষ-খেলা শেষ বলে একটি র্াপ সঙ-ও তৈরি করেছে। আর সেই ভিডিও আপলোড হয়েছে সোশ্যাল মিডিয়ায়।  ১২ এপ্রিল রাজ্যে নির্বাচনী প্রচারে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবার সেই দিদি ডাকে কল্যাণী-র জনসভা মাত করে দেন।