মন্দা কাটলেই হবে উন্নয়ন, আশায় বুক বাঁধছে হলদিয়া

  • ১০ বছরে কোনও উন্নয়নই হয়নি
  • এমন কথাই বলতে শোনা গেল হলদিয়াবাসীকে
  • তাদের কথায় একরকম থমকে গিয়েছে উন্নয়ন
  • নতুন প্রজন্মের কাছে এখন বিজেপি একমাত্র ভরসা

/ Updated: Mar 18 2021, 05:30 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

১০ বছরে কোনও উন্নয়নই হয়নি। এমন কথাই বলতে শোনা গেল হলদিয়াবাসীকে। শিল্পনগর এই হলদিয়া, যেখানে বহু মানুষ এখনও বেকার। তাদের কথায় একরকম থমকে গিয়েছে উন্নয়ন। সিপিএম অনেকটাই উন্নয়ন করেছে। তৃণমূলের আমলে তবে কোনও উন্নয়নই হয়নি। এমনটাই দাবি জানিয়েছেন তারা। নির্বাচনের আগে এখন আশায় বুক বাধছে হলদিয়ার মানুষ। ঘাস ফুল ভুলে এখন পদ্ম ফুলেই ঝুঁকছে নবীনরা। এই অভিযোগ অবশ্য মানতে নারাজ তৃণমূল। শ্রমিকদের সবরকম সাহায্যই তৃণমূল করছে। এমনটাই জানালেন, তৃণমূল নেতা শিবনাথ সরকার। তাঁর কথায় ছোট অনেক শিল্পই নতুন করে হয়েছে সেখানে। সব মিলিয়ে ভোটের রাজনৈতিক হাওয়া একরকম গরম সেখানে। শাসকদল নাকি নতুন কেউ আসবে দেশ শাসনে, সেই দিকেই তাকিয়ে এখন গোটা দেশ।