১০ কিমি ঘুরে স্কুল-হাসপাতাল যাওয়া! স্থায়ী রেলগেটের জন্য তীব্র আন্দোলন স্থানীয় বাসিন্দাদের

নদীয়ার কৃষ্ণগঞ্জের তারকনগর হল্ট স্টেশনে বিক্ষোভের ঝড়। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল স্থায়ী রেল গেট তৈরি করার। রেল কর্তৃপক্ষ এ ব্যাপারে আজ পর্যন্ত কোনও কর্ণপাত করেনি। এর জেরে হামেশাই দুর্ঘটনা ঘটতো। তাই স্থানীয়রা একটি অস্থায়ী রেলগেট বানায়

| Updated : Jan 03 2025, 07:12 PM
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

নদীয়ার কৃষ্ণগঞ্জের তারকনগর হল্ট স্টেশনে বিক্ষোভের ঝড়। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল স্থায়ী রেল গেট তৈরি করার। রেল কর্তৃপক্ষ এ ব্যাপারে আজ পর্যন্ত কোনও কর্ণপাত করেনি। এর জেরে হামেশাই দুর্ঘটনা ঘটতো। তাই স্থানীয়রা একটি অস্থায়ী রেলগেট বানায়। দীর্ঘদিন ধরে এই ভাবেই চলছিল। শুক্রবার রেল কর্তৃপক্ষ রেলগেটের সেই রাস্তাটা বন্ধ করার নির্দেশ দেয়। এর জেরে তীব্র প্রতিবাদ শুরু হয়। দাবি এই রাস্তা বন্ধ হলে স্কুলের কলেজ হাসপাতাল সহ বিভিন্ন যান চলাচলে সমস্যা আসবে। রেলগেট যাতে না বন্ধ হয় সেই প্রতিবাদ চলতে থাকে।

Related Video