ফের ভালুক আতঙ্ক উত্তরবঙ্গের মালবাজার এলাকায়


ফের ভালুকের আতঙ্ক  মালব্লকে। তবে এবার ব্লকের গুডহোপ চাবাগানে রাত আটটা নাগাদ  কচুবনে দেখা গেল ভালুককে। খবর পেয়ে ছুটে আসে মালস্কোয়াডের বনকর্মিরা। তারা দেখতে পায় কচুবনের ভিতরে চুপ করে বসে রয়েছে ভালুকটি।

/ Updated: Dec 10 2021, 08:04 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


ফের ভালুকের আতঙ্ক  মালব্লকে। তবে এবার ব্লকের গুডহোপ চাবাগানে রাত আটটা নাগাদ  কচুবনে দেখা গেল ভালুককে। খবর পেয়ে ছুটে আসে মালস্কোয়াডের বনকর্মিরা। তারা দেখতে পায় কচুবনের ভিতরে চুপ করে বসে রয়েছে ভালুকটি।  কিন্তু বনদপ্তর ধরার আগেই সেখান থেকে পালিয়ে যায় ভালুকটি। তাই বনদপ্তর মাইকিং করে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেয়।  প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালেই মালবাজার শহর থেকে একটি ভালুক ধরা পড়ে।  তার পর ফের পাশেই গুডহোপ চাবাগানে ভালুকের দেখা পাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।