নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ডাম্পার, মৃত ২ আহত ২

মেছেদা-হলদিয়া ৪১ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে যায় ডাম্পার। প্রথমে এক পথচারীকে ধাক্কা মারে ডাম্পারটি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১ মহিলার এবং আহত ২। পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়েই এমন ঘটে, দাবি স্থানীয়দের। 
 

Share this Video

মেছেদা-হলদিয়া ৪১ নম্বর জাতীয় সড়কের হাঁসগেড়িয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে হলদিয়া গামী ডাম্পার ঢুকে গেল একটি দোকানে। পথচারীদের ধাক্কা মেরে ঢুকে যায় দোকানে। ঘটনাস্থলে মৃত ১ শিশু, হাসপাতালে নিয়ে এলে মৃত ১ মহিলা, আহত ২ যাদের মধ্যে গুরুতর ১ জন। সবাইকে তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে আনা হয়েছে। ঘটনাস্থলে নন্দকুমার থানার পুলিশ গেলে পুলিশ কে ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর। অভিযোগ পুলিশ রাস্তায় তোলাবাজি করছিল। ডাম্পার টিকে আটকে টাকা নিতে গেলে পুলিশের তাড়ায় ডাম্পার টি নিয়ন্ত্রণ হারায়। ঘটনার পর নন্দকুমার থানার পুলিশ কে ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা পুলিশের।

Related Video