Army Jawan Martyred : অনুশীলন করার সময় ট্যাঙ্কে বিস্ফোরণে নিহত নদীয়ার ২৩ বছরের সুকান্ত মণ্ডল

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরই বাড়ি ফেরার কথা ছিল সুকান্তর। পুজোয় ছুটি মেলেনি, তাই আগামী ১৩ অক্টোবর ছুটি নিয়ে বাড়ি আসার কথা ছিল সুকান্ত মন্ডলের। কিন্তু তার আগেই কফিন বন্দী হয় বাড়ি ফিরবে সুকান্তর নিথর দেহ। উত্তরপ্রদেশের ঝাঁসিতে অনুশীলন করার সময়  ট্যাঙ্কে বিস্ফোরণে নিহত ২৩ বছরের সুকান্ত মণ্ডল। সুকান্তর সঙ্গে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আরও এক জওয়ানের। 

Share this Video

নিহত জওয়ান সুকান্ত মণ্ডল নদীয়ার পলাশিপাড়া থানার হাঁসপুকুরিয়ার বাসিন্দা। মাত্র ২ বছর আগেই সেনাবাহিনীতে যোগ দিয়েছিল বছর ২৩-এর সুকান্ত। চাকরি শুরু করার পর মাত্র দুবার বাড়ি এসেছিল সুকান্ত। পুজোর পর আগামী ১৩ অক্টোবর ছুটি নিয়ে বাড়ি আসার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই ৭ অক্টোবর শোকের ছায়া নেমে এল হাঁসপুকুরিয়ার বাড়িতে। 

Related Video