রিভিউ মার্কশিটে বাড়ল ৪০ নম্বর, পছন্দের কলেজে ভর্তি না হতে পেরে হতাশ মেধাবী ছাত্রী

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নম্বর কম থাকায় পছন্দমত কলেজে ভর্তি হতে পারেনি অঙ্কিতা বিশ্বাস, রিভিউ করে দর্শন বিভাগে ৪০ নম্বর বেড়ে ৯৭ হয়, এখন নতুন মার্কশিট নিয়ে কলেজের দরজা দরজায় ঘুরেও মিলছে না সুযোগ, হতাশ মেধাবী ছাত্রী 

/ Updated: Aug 12 2022, 05:06 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বনগাঁ কুমুদিনী উচ্চ বিদ্যালয় এর ছাত্রী অঙ্কিতা বিশ্বাস  | উচ্চমাধ্যমিকে দর্শন বিভাগে অঙ্কিতা পেয়েছিল ৫৭ | তাই সে পছন্দ মত কলেজে ভর্তি হতে পারেনি | রেজাল্ট রিভিউ করতে দিলে তার দর্শন বিভাগে ৪০ নম্বর বেড়ে ৯৭ হয় | এখন বর্ধিত নম্বর নিয়েও কলেজে ভর্তি হতে গেলে কলেজ কর্তৃপক্ষ জানায় আগের নম্বর এর ভিত্তিতেই হবে, নতুন করে প্রক্রিয়া করা এখন সম্ভব নয় | আর এতেই আরও হতাশা হয়ে পড়েছে অঙ্কিতা