রাক্ষসের কবলে দুধের শিশু, বাদুরিয়ার ঘটনা মানবিকতার লজ্জা

  • বাড়ছে নররাক্ষসের সংখ্যা
  • শ্যেনচক্ষু একটি শিশুকেও ছাড়ে না। 
  • শনিবার বসিরাহাটের ঘটনা তারই উদাহরণ

Share this Video

বসিরহাট মহাকুমার বাদুড়িয়া থানার তারাগুনিয়া গ্রামের ঘটনা। শনিবার রাত আটটা নাগাদ ,এই গ্রামেরই বাসিন্দা এক পাঁচ বছরের শিশু নিজের বাড়ির বাথরুমে যাচ্ছিল। সেই সময় প্রতিবেশী যুবক সম্রাট দাস রাতের অন্ধকারে ওত পেতে বসে ছিল। বাথরুমে ঢোকার মুহূর্তে শিশুটিকে মুখ চেপে বাড়ির পাশের বাগানে নিয়ে গিয়ে জোর করে ধর্ষন করে বলে অভিযোগ। দীর্ঘক্ষণ শিশুটির খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের খোঁজাখুঁজি করতে গিয়ে দেখে বাড়ির পাশে বাগানে পড়ে আছে শিশুটি অচৈতন্য অবস্থায়। ঘটনার পর পুলিশ খবর দিলে শিশুটিকে মেডিকেল পরীক্ষা করার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।শিশুটির পরিবারের অভিযোগ ভিত্তিতে প্রতিবেশী যুবক সম্রাট দাসকে বাঁদুড়িয়া থানার পুলিশ গ্রেপ্তার করে রবিবার ভোররাতে গ্রাম থেকে। ধৃতকে সম্রাট দাস বসিরহাট মহকুমা আদালতে রবিবার তোলা হয়।

Related Video