Maynaguri tain accident: উদ্ধার কার্য শেষ, ময়নাগুড়ির রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯
ময়নাগুড়িতে ভয়াবহ রেল দুর্ঘটনা। বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ ঘটে এই ঘটনা। ময়নাগুড়ির ডোমোহনিতে লাইনচ্যূত বিকানের এক্সপ্রেস। পাটনা-গুয়াহাটিগামী বিকানের এক্সপ্রেসে ঘটে দুর্ঘটনা। বেলাইন ইঞ্জিনের পরের ১২ যাত্রীবোঝাই বগি। বৃহস্পতিবার রাতভর চলে উদ্ধার কার্য। ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯।
ময়নাগুড়িতে ভয়াবহ রেল দুর্ঘটনা। ময়নাগুড়িতে লাইনচ্যূত বিকানের এক্সপ্রেস। পাটনা-গুয়াহাটিগামী বিকানের এক্সপ্রেসে দুর্ঘটনা। বেলাইন একাধিক যাত্রীবোঝাই বগি। দুর্ঘটনার কবলে ১৫৩৬৬ আপ বিকানের এক্সপ্রেস। দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা। ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকার্য। বিকেল ৫টা নাগাদ সেখানে ঘটে এই ঘটনা। জানা গিয়েছে দুর্ঘটনার সময় প্রতি ঘণ্টায় সম্ভাব্য ৪০ কিমি বেগে চলছিল ট্রেন। সরকারি ঘোষণা অনুযায়ী এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। কামরায় আটকে রয়েছে শতাধিক যাত্রী। ৪০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে ৫০-এরও বেশি অ্যাম্বুল্যান্স। আহত ও নিহতের সংখ্যা আরও বড়তে পারে বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনায় ১২টি কামরা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে ওই এলাকায় আলোর ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার খবর নিয়েছেন মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী। দুর্ঘটনায় ক্রমশ বাড়ছে হতাহতের সংখ্যা। কীভাবে ঘটে এই ঘটনা তা এখনও জানা যায়নি। হেল্পলাইন নম্বর- ৮১৩৪০৫৪৯৯৯। শেষ পাওয়া খবর অনুযায়ী নিহতদের পাঁচ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা রেলের। আহতদের ১ লক্ষ টাকার ক্ষতিপূরণ। অল্প আহতদের ২৫ হাজার টাকার ক্ষতিপূরণ।