বনগাঁয় কীটনাশক খাইয়ে কুকুরকে মারার অভিযোগে গ্রেফতার ১ ফুল চাষি

বনগাঁয় কীটনাশক খাইয়ে কুকুরকে মারার অভিযোগ। কুকুর মারার অভিযোগে গ্রেফতার ১ কৃষক। বনগাঁর গোপালনগর থানার গঙ্গানন্দপুরের ঘটনা। কুকুর মারার অভিযোগে গ্রেফতার ফুলের চাষি জাহাঙ্গীর মণ্ডল। রজনীগন্ধার খেত কুকুরগুলো নষ্ট করছিল এই অভিযোগে মাংসের সাথে বিষ মিশিয়ে কুকুরগুলোকে মারে জাহাঙ্গীর। এর পরেই এলাকার লোক পুলিশে অভিযোগ করে। পরে গোপালনগর থানার পুলিশ এসে গ্রেফতার করে জাহাঙ্গীরকে। মৃত কুকুরগুলোকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

Share this Video

বনগাঁয় কীটনাশক খাইয়ে কুকুরকে মারার অভিযোগ। কুকুর মারার অভিযোগে গ্রেফতার ১ কৃষক। বনগাঁর গোপালনগর থানার গঙ্গানন্দপুরের ঘটনা। কুকুর মারার অভিযোগে গ্রেফতার ফুলের চাষি জাহাঙ্গীর মণ্ডল। রজনীগন্ধার খেত কুকুরগুলো নষ্ট করছিল এই অভিযোগে মাংসের সাথে বিষ মিশিয়ে কুকুরগুলোকে মারে জাহাঙ্গীর। এর পরেই এলাকার লোক পুলিশে অভিযোগ করে। পরে গোপালনগর থানার পুলিশ এসে গ্রেফতার করে জাহাঙ্গীরকে। মৃত কুকুরগুলোকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

Related Video