জলবন্দি ঘাটালে ভয়ঙ্কর পরিস্থিতি, জলে ডুবে মৃত্যু হল একরত্তির

টানা বৃষ্টিতে জলমগ্ন (Heavy rainfall) ঘটালের একাধিক জায়গা। গত তিন মাসে এই নিয়ে চতুর্থবার প্লাবিত হল ঘাটাল (Ghatal)। শিলাবতী নদীর বাঁধ ভেঙে সেখানে প্লাবিত হয়েছে ১২ টি গ্রাম। সেখানেই বন্যার জলে পড়ে মৃত্যু হল একটি পাঁচ বছরের শিশুর। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটে ঘাটাল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে।  শিশুর বাবা শ্রীহরি জানান পানীয় জল আনতে বেরিয়ে ছিলেন তিনি ৷ মা -এর অলক্ষ্যে শিশুটি বাড়ির সামনেই জলে ডুবে মারা যায় ৷ এছাড়াও মেদিনীপুরে (Medinipur) বন্যায় বাড়ি নষ্ট হয়েছে প্রায় ৮৮ হাজার। সূত্রের খবর, সেখানে মৃত্য়ু হয়েছে ২১ জনের।  

/ Updated: Oct 01 2021, 05:03 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

টানা বৃষ্টিতে জলমগ্ন (Heavy rainfall) ঘটালের একাধিক জায়গা। গত তিন মাসে এই নিয়ে চতুর্থবার প্লাবিত হল ঘাটাল (Ghatal)। শিলাবতী নদীর বাঁধ ভেঙে সেখানে প্লাবিত হয়েছে ১২ টি গ্রাম। সেখানেই বন্যার জলে পড়ে মৃত্যু হল একটি পাঁচ বছরের শিশুর। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটে ঘাটাল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে।  শিশুর বাবা শ্রীহরি জানান পানীয় জল আনতে বেরিয়ে ছিলেন তিনি ৷ মা -এর অলক্ষ্যে শিশুটি বাড়ির সামনেই জলে ডুবে মারা যায় ৷ এছাড়াও মেদিনীপুরে (Medinipur) বন্যায় বাড়ি নষ্ট হয়েছে প্রায় ৮৮ হাজার। সূত্রের খবর, সেখানে মৃত্য়ু হয়েছে ২১ জনের।